মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের দাবি ওয়ার্কার্স পার্টির
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ১৮, ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ

বৃহস্পতিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো পাঠানো বিবৃতিতে বলা হয়, সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের গ্রামে আক্রমণ, ভাঙচুর, লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে হামলায় যুক্ত সংশ্লিষ্টদের গ্রেপ্তারসহ তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দল।

এতে বলা হয়, মুমিনুল হকের বিরুদ্ধে ওই গ্রামের এক যুবক ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তাকে পুলিশ গ্রেপ্তার করলেও, দাঙ্গাকারি হেফাজতীদের বিরুদ্ধে পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশের বক্তব্যে হেফাজতীদের আক্রমণের সাফাই গাওয়া হয়েছে।

এতে আরও আরও বলা হয়, এই মুমিনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিলেও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন অথবা প্রচলিত আইনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একইসময় মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা আগমন নিয়ে বিভিন্ন সংগঠনের কর্মসূচি গ্রহণের ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করলেও পুলিশ মুমিনুল হকসহ হেফাজতী নেতারা বিভিন্ন সভা সমাবেশ,ওয়াজ মাহফিলে যে সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST