৩৫ লক্ষ টাকা খরচে, নানাবাড়িতে মসজিদ বানালেন সাকিব
মাগুরা প্রতিনিধি
মার্চ ১৩, ২০২১, ৬:২৩ অপরাহ্ণ

নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করেছেন বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান। মসজিদটি মাগুরা সদর উপজেলার বারাশিয়ায় তার নানাবাড়ি এলাকায় নির্মাণ করা হয়। এরই মধ্যে সেখানে নামাজ আদায় করছেন মুসল্লিরা। তবে বিষয়টি প্রচার করতে চাননি সাকিব।
জানা গেছে, প্রায় ১০ শতাংশ জমির ওপর বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের ভেতরে ছয়টি কাতার রয়েছে। যেখানে দুই শতাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তৈয়ব বিশ্বাস জানান, মাগুরাতেই জন্মেছেন সাকিব। বারাশিয়া গ্রামে তার নানার বাড়ি। ১৯৮০ সালে গ্রামবাসীর উদ্যোগে প্রধান সড়কের পাশে একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। এর দুই-তিন বছর পর মাদরাসাটির বিপরীত পাশে ৫ শতাংশ জমির ওপর মসজিদের কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে এর জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশ। কিন্তু প্রয়োজনীয় অর্থ সংকুলান না হওয়ায় মসজিদের অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হয়নি। অবশেষে সাকিব নিজেই লোকবল নিয়োগ করে মসজিদটি নির্মাণের দায়িত্ব নেন।

গত বছরের এপ্রিলে ক্রিকেটার সাকিবের অর্থায়নে মসজিদটির প্রথম তলা নির্মাণের পর সেখানে ইমামতি করছেন মুফতি মো. আতিক উল্লাহ। তিনি বলেন, নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে মুসল্লিরা খুবই খুশি হয়েছেন।
এ বিষয়ে সাকিব আল হাসানের ছোট মামা মাদরাসাশিক্ষক বাবলুর রহমান বলেন, সাকিব নিজের অর্থায়নে মসজিদটি নির্মাণ করে দিয়েছেন। কিন্তু কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেটি আমাদের জানা নেই। কেননা বিষয়টি সাকিব কখনো প্রচার করতে চাননি।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST