
নওগাঁর রানীনগরে যৌন নিপীড়নের অভিযোগে রাফি (ছব্দ নাম) ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। চার বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ছেলেটির বিরুদ্ধে মামলা হয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে রাণীনগর থানায় ওই কিশোরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (৯ মার্চ) সকালে স্বামী-স্ত্রী দু’জনে তাদের চার বছর বয়সী কন্যা শিশুকে বাড়িতে রেখে কাজের জন্য বাহিরে চলে যায়। ওই শিশু প্রতিবেশি শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় ১৩ বছরের রাফি (ছব্দ নাম) নামের এক কিশোর ওই বাড়িতে ঢুকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুপুর ১টা নাগাদ শিশুকে একা ঘরের মধ্যে ডেকে নিয়ে নানাভাবে যৌন নিপীড়ন করতে থাকে। এ সময় শিশু কান্না-কাটি করতে থাকলে কিশোর ভয়ে পালিয়ে যায়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি