
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিলো বাংলাদেশ ক্রিকেট দল। ভাল খেলার প্রত্যাশার কথা শুনিয়েছেন সাইফুদ্দিন, মেহেদী মিরাজরা। সাকিবকে ছাড়াই এই সিরিজ খেলতে হবে টাইগারদের।
কোভিড প্রটোকলের কারণে সফরটা দাড়িয়েছে প্রায় পাঁচ সপ্তাহের। তাই ক্রিকেটারদের বহর যেমন দীর্ঘ তেমনি তাদের লাগেজ সংখ্যাও বেশি। মিরপুর একাডেমি ভবনে তরুণ ক্রিকেটারদের ভিড়। সেখান থেকেই যাত্রা বিমানবন্দরের উদ্দেশ্যে। তার আগে সাইফউদ্দিন সবার পক্ষ থেকে জানিয়ে গেলেন ভাল খেলার প্রত্যাশার কথা।
তরুণরা একসাথে এলেও বিমানবন্দরে তামিম, মাহমুউল্লাহ, মেহেদী মিরাজ, মোহাম্মদ মিঠুনদের আগমন আলাদাভাবে। দেশের মাটিতে শেষ সিরিজে সফল মিরাজ বিদেশেও ধারাবাহিকতা রাখতে চান। সিঙ্গাপুর হয়ে জাতীয় দলের গন্তব্য ক্রাইস্টচার্চ। সেখানে কোয়ারেন্টিন কাটিয়ে আগামী মাসের শুরুতে মাঠের দেখা পাবেন ক্রিকেটাররা। ২০ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি