অতীত নিয়ে টানাটানি করবেন না: নাসিরের সাবেক প্রেমিকা (ভিডিও)
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২১, ৭:০৮ অপরাহ্ণ

‘লাইভে না এসে পারলাম না। সিরিয়াসলি আমি অতিষ্ঠ হয়ে গেছি। এটা ২০২১ সাল ভাই। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম থাকতেই পারে। অনেক উল্টা-পাল্টা অনেক কিছুই হয়। মানুষের অনেক অতীত থাকে। সবার জীবনেই অতীত আছে।’
নিজের ফেসবুক লাইভে এমনটাই বলেন ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ।

তিনি আরও বলেন, ‘আমার অতীত ২০১৮ সালেই শেষ। কেন আপনারা নাসির আর তার স্ত্রীর বিয়ের ছবি আমাকে পাঠাচ্ছেন। আমার সঙ্গে তার সবকিছু শেষ হয়ে গেছে। এখন চলছে ২০২১ সাল। অতীতকে নিয়ে টানাটানি করবেন না। অন্যের জীবনকে অতিষ্ঠ করবেন না।’
কী জন্য আপনারা নাসির নাসির করছেন? প্রশ্ন রেখে সুবাহ আরও বলেন, ‘ব্রেকআপের পরে আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি। নাসির বিয়ে করছে ভালো কথা। আমি জানি ও বিয়ে করবে, তো কি হইছে? দুদিন পর আমিও বিয়ে করব। আমরা দুজন দুদিকে সরে গেছি। আর কি চান আপনারা? আমার ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা না করে আপনারা নিজের চরকায় তেল দেন।’

লাইভে অতীত নিয়ে টানাটানি না করার অনুরোধ একাধিকবার করেন সুবাহ। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সুবাহ বলেন, ‘আমরা নায়িকা, আমরা মডেল আমাদের একটা দুইট বয়ফ্রেন্ড থাকতেই পারে। আপনাদের সমস্য কি? দুইদিন পর আমি বিয়ে করলে কি আমার ছবি নাসিরকে পাঠাবেন? আজব তো!’

আমি প্রেম করলেও ওপেন করি, বিয়ে করলেও ওপেন করব উল্লেখ করে উত্তেজিত সুবাহ আরও বলেন, ‘চুপচুপ করে আমি কিছু করব না। আপনাদের সমস্যা কি? নিজেদের চরকায় তেল দেন। ফেসবুকে বুলিং করা ছাড়েন। যারা ফেসবুকে আমার কাছে নাসিরের ছবি পাঠাইছেন, উল্টা-পাল্টা কমেন্টস করছেন সবার নামে আমি সাইবার ক্রাইমে মামলা দিব। খবরদার আমাকে নাসিরের ছবি পাঠাবেন না।’
গত ১৪ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মি। ১৫ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন সুবাহ। নাসিরের বিয়ের পর জানা গেল, আগের স্বামী রাকিবকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তাম্মি। এ নিয়ে বিয়ের পর থেকেই আলোচনা-সমালোচনার মুখে নাসির ও তার স্ত্রী।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST