করোনার টিকা নিলেন নারী ক্রিকেটাররা
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২১, ৫:৫১ অপরাহ্ণ

আমদানির পর থেকেই চলছে দেশব্যাপি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী। চলতি মাসের ১৮ তারিখ থেকে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এরই মধ্যে তামিম-সৌম্যরা দুই ধাপে টিকা পেয়েছেন। এবার টিকা নিলেন নারী ক্রিকেটাররাও।
সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জাতীয় দলের কয়েকজন নারী ক্রিকেটার করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাদের মাঝে ছিলেন অলরাউন্ডার জাহানারা আলম এবং লেগ স্পিনার রুমানা আহমেদও। বিসিবি সুত্রে জানা গেছে, একে একে ঘরোয়া ক্রিকেটারদেরও টিকার আওতায় আনা হবে।

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান নারী দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিকা নেয়ার সময়ের ভীত সন্ত্রস্ত একটি ছবি শেয়ার করে জাহানারা লিখেছেন, “আলহামদুলিল্লাহ! আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আজ আমি কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। বিসিবি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। এরপরেই মজা করে তিনি লিখেছেন, “ভয় ভ্যাকসিনের জন্য নয়, সুচের জন্য ভয় পেয়েছি।”

এছাড়া রুমানা আহমেদ লিখেছেন, “কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি এখনও অবধি নিরাপদ আছি। এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গুরুত্বপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সংকটময় সময়ে ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানাই।”

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST