কুড়িগ্রামের ধরলা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২১, ১১:৪১ অপরাহ্ণ

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রীজ পয়েন্টের অদূরে পানিতে ভেসে থাকা অবস্থায় প্যান্ট শার্ট পরিহিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র গুলো জানিয়েছে, নিহত যুবকের নাম রাসেল আহমেদ (২৫), তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার বিরামপুরে । শনিবার সকালে ধরলা ব্রীজের সামান্য দূরে পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গার ওই যুবকের সাথে একবছর আগে ফেসবুকের মাধ্যমে নাগেশ্বরী উপজেলার জনৈক তরুণীর পরিচয় ঘটে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবক ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো বলে জানা গেছে। গত ১২ ফেব্রুয়ারি প্রেমিকার অন্যত্র বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে প্রেমিক রাসেল ঢাকা থেকে নাগেশ্বরীতে ছুটে আসে। এরপর সে নানাভাবে বিয়ে বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয়। শুক্রবার রাতে তার ঢাকায় ফিরে যাবার কথা ছিল। এর মধ্যে শনিবার সকালে নদীতে তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয়দের লোকজন ও পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতে কেউ তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে রাখতে পারে।

এদিকে নিহত রাজুর পুর্ব পরিচিত কুড়িগ্রামের নাগ্বেশ্বরী ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন জানান, নিহত রাজু আহমেদ এর ফেসবুকের মাধ্যমে নাগেশ্বরী উপজেলার এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর অন্যত্র বিয়ে হওয়ার কথা শুনে ১২ ফেব্রুয়ারি সে ঢাকার কর্মস্থল থেকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আসে। বিয়ে ঠেকাতে ব্যর্থ হয়ে শুক্রবার রাতে তার ঢাকায় ফেরার কথা। এর আগেও একবার রাজু কুড়িগ্রামে এসেছিল বলে জানান মোফাজ্জল।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান,খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের ময়না তদন্তের পর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে ।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST