দেশকে আফগানিস্তানের চেয়েও খারাপ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে, শামীম ওসমান
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২১, ১:২০ পূর্বাহ্ণ

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে আরজিয়ান ওসমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য অনেক নোংরা খেলা হচ্ছে। এটা ক্ষমতা পরিবর্তনের খেলা না, বিশ্বাস করেন আমি হালকাভাবে বলছি না। এজন্য শত শত কোটি কোটি টাকা দেশে প্রবেশ করছে। এর মধ্যে আমাদের ভেতরের এবং বাইরের লোকও আছে।

তিনি আরও বলেন, এ দেশকে ঠেকিয়ে রাখার জন্য আমাদের একজন মানুষকে দরকার। আর তার নাম হচ্ছে শেখ হাসিনা। আপনারা ওনার জন্য দোয়া করবেন। কারণ তিনি নিজের স্বপ্ন জলাঞ্জলী দিয়ে আপনার-আমার এবং আমাদের বাচ্চাদের স্বপ্ন পূরণ করে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, গত ৩-৪ দিন ধরে একই মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগই শুনছি। আজকে নারায়ণগঞ্জ শহরে দেখলাম হুজুররা ক্ষেপেছে। আরেকদিকে দেখি হিন্দুরা ক্ষেপেছেন। এখন যদি আমিও কিছু বলি তাহলে বিষয়টা খারাপ দেখা যায়। তাই কিছু বললাম না।

শামীম ওসমান বলেন, আমরা চেষ্টা করছি নারায়ণগঞ্জের জন্য কিছু করতে। করোনাটা একটু কমে গেলে আমি নারায়ণগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বসব।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা মানবাধিকার সংস্থার সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইসমাইল বাবুল, ফারুক বিন ইউসুফ পাপ্পু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। সূত্র : জাগোনিউজ

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST