
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউ জিল্যান্ড সফর থেকে ছুটির আবেদন করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বোর্ড পরিচালক আকরাম খান। তিনি বলেন, সাকিব ছুটিতে আছে, সে নিউ জিল্যান্ডে যাবে না।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এই ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড সফর করবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর দিকেই কানাঘুষা চলে ছুটিতে যেতে পারেন সাকিব। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি