
কুলজিৎ রান্ধওয়া। বলিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। খুব অল্প সময়ে তিনি জনপ্রিয়তা লাভ করেছিন। তার অভিনীত ধারাবাহিক গুলো হচ্ছে ‘হিপ হিপ হুরে’, ‘রিশতে’, ‘কিউ হোতা হ্যায় প্যায়ার’ ইত্যাদি। এই ধারাবাহিকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। যখন তার ক্যারিয়ার তুঙ্গে, ঠিক তখনই আত্মহত্যা করেছিলেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩০ বছর।
২০০৬ সালের আজকের এ দিনে (৮ ফেব্রুয়ারি) না ফেরার দেশে চলে যান কুলজিৎ। রিল লাইফ ও রিয়েল লাইফের চাপ সহ্য করতে না পেরে নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল পুরো বি-টাউন।
পর্দায় কুলজিৎ না থাকলেও তার কাজের মাধ্যমে এখনো আছেন ভক্তদের হৃদয়ে। তিনি আত্মহত্যা করেছেন তা অনেকেই বিশ্বাস করতে চায়নি। কুলজিৎ মৃত্যুর রহস্যের জট খুলে দিয়েছিল একটি সুইসাইড নোট। মারা যাওয়ার ঠিক আগেই এটি লিখেছিলেন তিনি। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
এদিকে প্রেমে প্রতারিত হয়ে নিজেকে শেষ করে দিয়েছেন কুলজিৎ। সহশিল্পী ভানু উদয়ের প্রেমে পড়েছিলেন এ অভিনেত্রী। তার সঙ্গে সম্পর্কের তিক্ততা শুরু হলে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। সে সময় এমনটাও মনে করেছিলেন অনেকে। তবে সুইসাইড নোটে অভিনেত্রী লিখেছিলেন, তার আত্মহত্যার জন্য কাউকে দোষ দেয়া উচিত না।