
শ্রীলঙ্কার বিপক্ষে মোহালিতে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে আজ (৪ মার্চ) মাঠে নেমেছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচের দিন সকালে এই ক্রিকেটারের হাতে শততম টেস্টের ক্যাপ তুলে দেন রাহুল দ্রাবিড়। এ সময় কোহলির পাশে ছিলেন সহধর্মীনি বলিউড তারকা আনুশকা শর্মা।
নিজের শততম টেস্টে মাঠে নামার আগে কোহলি এক ভিডিও বার্তায় জানিয়েছেন স্ত্রী আনুশকা তার শক্তির অনেক বড় স্তম্ভ। এই ক্রিকেটার আরও জানান, তার জীবনে আনুশকা আসার পর তিনি ইতিবাচকভাবে অনেক বদলে গেছেন। এমনকি আনুশকাকে স্ত্রী হিসেবে পাওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক প্রকাশিত সেই ভিডিওতে কোহলি বলেন, `আমার জীবনে আনুশকার প্রভাব অনেক অনেক বেশি। সে আসার পর আমি পাল্টে গেছি। সঠিক পথে নিজেকে গড়ে তুলেছি। এমন একজন জীবনসঙ্গী মিলিয়ে দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’
`সে আমার শক্তির অন্যতম স্তম্ভ। দাম্পত্যজীবন নিয়ে লোকে অনেক কিছুই বলে, আনুশকা আসার পর আমি তার সত্যিকার অর্থ বুঝতে পেরেছি। সে আমার জীবনে না এলে এত মসৃণভাবে, এতটা উদ্যম নিয়ে এগোতে পারতাম না।’
ভারতের হয়ে এক শ’ টেস্ট ম্যাচ খেলতে পারায় সবাইকে কৃতজ্ঞতাও জানিয়েছেন এই ক্রিকেটার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই ক্রিকেটার লেখেন, ‘এই অভিযাত্রার জন্য কৃতজ্ঞ। অনেক বড় একটা দিন এবং বিশেষ একটা টেস্ট ম্যাচ।’
আনুশকা দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরছেন ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়ে। ‘চাকদা এক্সপ্রেস’ নামক ছবিটিতে ঝুলনের চরিত্রে অভিনয় করবেন আনুশকা। এদিকে নিজের শততম টেস্টে কোহলি ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি