
কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড চার চাকার গাড়ি কিনেছিলেন। তার সেই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এরপর গায়ক ভুবন বুকে ও মুখে আঘাত পান।
তার বুকের এক্স-রে করানো হয়, তবে আঘাত বেশি গুরুতর না হওয়ায় অল্পতেই বেঁচে যান। কিন্তু হাসপাতালে থাকতে হয়েছিল তার।
এবার তার জীবনের সেই দুর্ঘটনা নিয়ে গান বাধলেন তিনি। ৪ মার্চ শুক্রবার এমনই একটি নতুন গানের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা নিয়ে এখন ফের আলোচনা শুরু হয়েছে।
এর আগে ভুবন গণমাধ্যমে বলেছিলেন, ‘বাদাম বিক্রি বাদ দিয়ে শুধু গানের সঙ্গে থাকবেন তিনি। ইতোমধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থা থেকে দেড় লাখ টাকা সম্মানী দেওয়া হয়।’
এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রথমে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে, সামনে আরও দেড় লাখ টাকা দেওয়া হবে ভুবনকে। গুঞ্জন উঠেছে এই তারকাখ্যাতি পাওয়ার পরা যে অর্থ পেয়েছেন তিনি সেখান থেকেই এই গাড়ি কিনেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি