
২০২২ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ক্রিকেটারদের দল-বদলের প্রথম দিনে (২ মার্চ) আকর্ষণের কেন্দ্রে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার সিসিডিএমে এসে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য নাম লেখান তিনি।
দলবদল করার সময় মাশরাফী বলেছেন, আগামীকাল সকালে ভারতের উদ্দেশে রওনা হবেন। চিকিৎসা শেষে আগামী ১৪ মার্চ দেশে ফিরবেন বলেও জানিয়েছেন মাশরাফী। বাংলাদেশের সফল এই ওয়ানডে অধিনায়ক দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছেন। এ নিয়ে কথাও বলেছিলেন অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াংয়ের সঙ্গে। আপাতত অস্ট্রেলিয়া যেতে হচ্ছে না, ভারতের চেন্নাইতে চিকিৎসকের শরণাপন্ন হতে যাবেন তিনি। সেখানে অস্ত্রোপচার করানোর কথাও রয়েছে তার।
এ নিয়ে মাশরাফী বলেছেন, ‘অস্ত্রোপচার করাতেই হবে। তবে এখনই করব কি না, সেটি নির্ভর করছে চিকিৎসকের সিদ্ধান্তের ওপর। অস্ত্রোপচার লাগবেই। এবারই করাব নাকি পরে সেটি ডাক্তারের সময় সুযোগ অনুযায়ীই হবে। অস্ত্রোপচার হলে এক মাস বিশ্রামে থাকতে হবে।’
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) মাশরাফীর কোমরের ইনজুরির সমস্যা দেখা গিয়েছিল। বিপিএল শুরুর আগে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে অনুশীলন সেশনের সময় কোমরে ব্যথা অনুভব করে মাঠ ছেড়েছিলেন এই ডান-হাতি পেসার।
সে সময় মাশরাফীর ইনজুরি নিয়ে ঢাকার ফিজিও এনামুল হক জানিয়েছিলেন, দীর্ঘস্থায়ী কোমরের ব্যথার জন্য মাশরাফী ঠিকমতো অনুশীলন করতে পারেননি। ফ্র্যাঞ্চাইজি অবশ্য এই পেসারের ওপর কোনো চাপ দেয়নি।
পরবর্তীতে কোমরের ইনজুরির জন্য শুরুর তিন ম্যাচ মিসও করতে হয়েছিল এই ডান-হাতি পেস বোলারকে। দলে ফিরলেও চারটার বেশি ম্যাচ খেলতে পারেনি এই ক্রিকেটার। ৪ ম্যাচে বল হাতে মাত্র ৪ উইকেট পেলেও এই পেসার ৬.৭৮ ইকোনমিতে বোলিং করেছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি