
প্রবাসের মাটিতেও মাতৃ ভাষাকে অম্লান করে রাখতে বিভিন্ন জাতীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সামিল করে যাচ্ছে প্রবাসে অবস্থানরত তরুণরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশি একঝাঁক তরুণ।
‘এসএসসি ০২ ও এইচএসসি ০৪ বাংলাদেশ’ সংগঠনের ব্যানারে এই আয়োজনে অংশ নেয় তারা।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্যোক্তারা জানায়, এটি আমিরাতে তাদের ৪র্থ কর্মসূচি। প্রতিবছর ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করছে তারা।
এবারের আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে আবুধাবি ব্লাড ব্যাংক ও সিয়াম হলিডে ট্যুরিজম এলএলসি।
সংগঠনের সদস্য ইয়াসিন আরাফত সোহাগ জানায়, আবুধাবি ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দিতে নিবন্ধন করেন ৩১জন সদস্য। তবে বিভিন্ন কারণে ৬ জনের রক্ত সংগ্রহ করা যায়নি। এইদিন ২৫ জন সদস্য এক ব্যাগ করে রক্তদান করেছেন।
সদস্য নুর জাহেদ বলেন, করোনার মহামারির কারণে বড় আয়োজন সম্ভব না হলেও স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারীদের উপস্থিতি আমাদের হতাশ করেনি। আগামীতে আরো বড় আয়োজন করা হবে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এই ক্ষুদ্র প্রয়াসে যারা অংশ নিছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি