সর্বশেষ :
মন্দিরাই ‘কাজল রেখা’ হয়ে আসছেন রূপালী পর্দায়

মিডিয়া’তে কাজ শুরু করার পর অনেকের সিনেমাতেই কজাজ করার প্রস্তাব পেয়েছিলেন মন্দিরা চক্রবর্ত্তী। কিন্তু গল্প এবং চরিত্র সবমিলিয়ে যেন কোনটাতেই তার মন সায় দিচ্ছিলো না। অবশেষে যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নই তার পূরণ হতে যাচ্ছে। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন মন্দিরা চক্রবর্ত্তী। এরইমধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মন্দিরা, জানালেন তিনি নিজেই। ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় কাজ করা নিয়ে ভীষণ উচ্ছসিত এই প্রজন্মের অভিনেত্রী। মন্দিরা বলেন, ‘আমি যে স্বপ্ন দেখেছিলাম, আমার সেই স্বপ্নই অবশেষে পূরণ হলো।

মনপুরা যখন মুক্তি পায়, তখনই আমি সিনেমা হলে গিয়ে মনপুরা দেখেছি। মনপুরা সিনেমাটি আমার মনে গেঁথে আছে। মিডিয়াতে কাজ শুরুর পর থেকেই স্বপ্ন ছিলো শ্রদ্ধেয় সেলিম ভাইয়ের সিনেমায় কাজ করবো। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কাজল রেখা’র মতো একটি ভালো সিনেমা দিয়েই আমার যাত্রা শুরু হতে যাচ্ছে। এটা যে আমার জন্য, আমার পরিবারের জন্য কতোটা ভালোলাগার তা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা। বিশেষ করে আমার মা ভীষণ খুশি। কারণ মা’ই মনে মনে চেয়েছিলেন একটি ভালো সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে আমার যাত্রাটা শুরু হোক। কাজল রেখা’ সেই স্বপ্ন পূরণের সিনেমা।’ মন্দিরা চক্রবর্ত্তী জানান, আজ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো বিস্তারিত তথ্য প্রকাশ পাবে। আগামী এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। সেরা নাচিয়ে’খ্যাত মডেল, অভিনেত্রী মন্দিরা চক্রবর্ত্তী ২০১২ সাল থেকে মিডিয়াতে কাজ করছেন।
এক দশক অপেক্ষার পর অবশেষে স্বপ্নের পথে তার যাত্রা শুরু হতে যাচ্ছে। বাবা পান্না লাল চক্রবর্ত্তী, মা শুক্লা চক্রবর্ত্তী ও দুই ভাই সৌরভ-আবির তাকে মিডিয়ায় কাজ করার ব্যাপারে সবসময়ই ভীষণ অনুপ্রেরণা দিয়ে থাকেন। ওয়াহিদ আনামের নির্দেশনায় ‘প্রতিযোগিতা’ নাটকে তার প্রথম অভিনয় করা। এরপর বিভিন্ন পরিচালকের নির্দেশনায় তিনি মোশাররফ করিম, তাহসান, আফরান নিশোর বিপরীতেও অভিনয় করেছেন। চ্যানেলে আইতে প্রচালিত ‘শুকনো পাতার নূপুর’ ধারাবাহিকে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হন। এটি নির্মাণ করেছিলেন শাহজাদা মামুন। উল্লেখ্য, ‘কাজল রেখা’ সরকারী অনুদানে নির্মিত হবে। মাহিন আওলাদের নির্দেশনায় মন্দিরা চক্রবর্ত্তী ‘কলঙ্ক’ শিরোনামের একটি গানে মডেল হয়ে বেশ সাড়া ফেলেছেন। গানটি প্রকাশিত হয়েছিলো ধ্র“ব মিউজিক স্টেশন থেকে। গানটি গেয়েছেন কাজী শুভ। গানের কথা ও সুর হানিফ খান।
আপনার মতামত লিখুন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি
© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST