৩০ কেজি ওজনের শাড়ি পরে ৭দিন শুটিং করেছেন সামান্থা
বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৩, ৫:১৮ অপরাহ্ণ

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। তারও আগে থেকে মিডিয়া থেকে দূরে ছিলেন। সম্প্রতি আড়াল ভেঙে সামনে আসেন এই অভিনেত্রী।

সামান্থা অভিনীত পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। তাতে ভারী শাড়ি ও গহনায় দেখা গেছে সামান্থাকে। বিস্ময়কর তথ্য হলো, এই শাড়ির ওজন ছিল ৩০ কেজি। নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শকুন্তলম’ সিনেমার চরিত্রের জন্য ৩০ কেজি ওজনের শাড়ি পরে শুটিং করেছেন সামান্থা। তা-ও দুই এক ঘণ্টা এই শাড়ি পরে ছিলেন না। বরং টানা এক সপ্তাহ এই শাড়ি পরে শুটিং করেছেন সামান্থা। যদিও এই কাজটি করা মোটেও সহজ ছিল না তার জন্য। এখানেই শেষ নয়, প্রচুর গহনা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। যার মূল্য ৩ কোটি রুপি।

সিনেমাটির ট্রেইলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। এসময় তিনি বলেন, ‘‘জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে।’’
‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST