
২৫ দিন ধরে থানার লকআপে আটকে রাখা হয়েছে দুটি মুরগিকে। এমনই এক মজার ঘটনা ঘটেছে ভারতের তেলঙ্গানার খম্মম জেলায়।
ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪*৭’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, তেলঙ্গানার খম্মম জেলার মিডিগন্ডা থানার লকআপে বন্দি অবস্থায় আছে দুটি মুরগি। কয়েকজন জুয়ারিকে এই মুরগি দুটিসহ গ্রেফতার করা হয়। এরপর জুয়ারিরা জামিনে ছাড়া পেলেও মুরগি দুটি থানার লকআপেই রয়ে গেছে।
জানা গেছে, সংক্রান্তি উপলক্ষ্যে মুরগির লড়াইয়ের খেলা চলছিল। কিন্তু সেখানে বাজি ধরে খেলা চলছিল। পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করে। সেই সঙ্গে দুটি মুরগি ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। পরে সকল জুয়ারিরা জামিন নিয়ে চলে যায়, কিন্তু তারা কেউ মুরগির দাবি করেনি। এদিকে প্রমাণ হিসেবে মুরগি দুটি রয়ে গিয়েছে থানাতেই। লকআপে তালা বন্ধ করে রাখা হয়েছে মুরগি দুটিকে।
পুলিশ জানিয়েছে, এই মামলার শুনানির পরেই মুরগিগুলোকে ছাড়া যেতে পারে। ছাড়ার আদেশ দেয়া হলে মুরগিগুলোকে নিলামে তোলা হবে বলেও জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যিনি নিলামে বেশি টাকা দেবেন তাকে মুরগির মালিকানা দেয়া হবে।
উল্লেখ্য, ভারতে বর্তমানে বার্ড ফ্লু নিয়ে চিন্তাজনক পরিস্থিতি রয়েছে। এরমধ্যে এই মুরগির লড়াই খেলা কতটা উপযুক্ত কাজ, তা নিয়ে অবশ্য এরইমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি