
লক্ষ্মীপুরে মাত্র ২০০ টাকার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় শোকার্ত পুরো পরিবার। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
এদিকে অভিযুক্ত খোরশেদ আলমকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মাত্র ২০০ টাকার জন্য বাবাকে খুন করায় হতবাক ছেলে। বিচার চেয়ে আর্তনাদ করছেন স্বজনরা।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর সদর চররুহিতা গ্রামের খোরশেদ আলমের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাতেন একই গ্রামের লোকমান হোসেন। সম্প্রতি আরেকজনের অটোরিকশা ভাড়ায় নিয়ে চালানো শুরু করেন লোকমান। তার কাছে ২০০ টাকা পাওনা ছিল খোরশেদের। বৃহস্পতিবার রাতে অটোরিকশা থামিয়ে সেই টাকা চায় খোরশেদ। পরে দেয়ার কথা বললে লোকমানকে এলোপাতাড়ি মারার পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
পরে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে খোরশেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করেন নিহতের ছেলে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি