১৩৩ যাত্রী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ২১, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভি। খবরে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে এক গ্রামীণ পল্লীতে বিধ্বস্ত হয়।

জানা গেছে, ঘটনার সময় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ১৩৩ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। এরই মধ্যে পাহাড়ি অঞ্চলে উদ্ধারকাজ শুরু হয়েছে। গুয়াংজি জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ১৩৩ জন যাত্রী বহনকারী একটি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।’

অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে গাছের মাঝ থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে। এভিয়েশন সেফটি নেটওয়ার্ক টুইট করেছে, ‘আমরা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ৫৭৩৫ এর সম্ভাব্য দুর্ঘটনার বিষয়ে একাধিক অসমর্থিত প্রতিবেদন অনুসরণ করছি।’
ফ্লাইট ডেটা দেখায় যে, প্লেনটি মুহূর্তের মধ্যে হাজার হাজার ফুট নেমে গিয়েছিল। তবে কেন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST