১১ মাসের অপেক্ষার অবসান আজ
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২১, ৫:২৫ পূর্বাহ্ণ

লাল বলে সেই কবে খেলেছে বাংলাদেশ। গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট। ঢাকায় ওই টেস্টে দাপুটে জয় পায় টাইগাররা। মুমিনুলের নেতৃত্বের ঝুলিতে এই একটা জয়ই তো আছে এখন পর্যন্ত। এর আগে তার নেতৃত্বে ভারতের বিপক্ষে দুটি আর পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট হেরেছে টাইগাররা।
সেসব ভুলে এবার সামনে দেখার পালা। করোনা মহামারিতে দীর্ঘ ১১ মাসের অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে ৩ জানুয়ারি উইন্ডিজদের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগাররা।
প্রায় এক বছর না খেললেও মঙ্গলবার গণমাধ্যমকে টাইগার অধিনায়ক জানান, এটিকে তিনি নিচ্ছেন নতুন চ্যালেঞ্জ হিসেবে।

‘এক বছর পর ক্রিকেটে ফেরা এটা সত্যি। আমার কাছে মনে হয় এক বছর পর যেহেতু ফিরছি নতুন করে আরেকটা সুযোগ এসেছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চাইতে আমি যে জিনিসটা ভাবছি, আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার, নতুন করে শুরু করার সুযগ পাচ্ছি।’

মুমিনুলের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। জুয়াড়ির প্রস্তাব গোপনে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানও ফিরেছেন ক্রিকেটে।
এছাড়া রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমানের সঙ্গে মেহেদী হাসান মিরাজের মতো পারফরমাররা।
বুধবার সকালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট-রক্ষক), তাইজুল ইসলাম, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাঈম হাসান ও আবু জায়েদ।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST