
ইসতিয়াক হাসান তামিম ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ৪র্থ বর্ষের ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী। করোনায় ইউনির্ভাসিটি বন্ধ থাকায় বাড়িতে অবস্থান করেও তামিম নিয়মিত র্ভাসুয়ালে সংযুক্ত হয়ে পড়ালেখার পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহন করে আসছেন। শুক্রবার বিকালে মহীপুর হাসপাতালের বিছানায় শুয়ে র্ভাসুয়ালে পরীক্ষা দিতে দেখাযায় তামিমকে। জমিজমার বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে জখম হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান গ্রামের মিনাজ্জল হোসেনের ছেলে ইসতিয়াক হাসান তামিম দেওগাঁগ্রাম রহমানিয়া ফাজিল এবতেদ্বায়ী মাদ্রাসার প্রধান শিক্ষিকা মা মার্জিয়া খাতুন, রাজশাহী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী বোন ইসরাত জাহান সুমাইয়া ও বৃদ্ধ চাচা সেকেন্দার আলীর সাথে হাসপাতালে ভর্তি। সরেজমিনে দেখাযায়, তামিমের শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ এবং স্যালাইন চলছে এরই মধ্যে অতিকষ্টে র্ভাসুয়ালে সংযুক্ত হয়ে পরীক্ষা দিতে।
থানায় অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বকুল হোসেন জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল মিনাজ্জলের সঙ্গে। এরই জের ধরে গতকাল শুক্রবার বকুলের নেতৃত্বে বাবুল, রায়হান ও আলম সহ ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে মিনাজ্জলের পরিবারের উপরে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে পরিবারটি আবারও হামলার আশংকায় নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিকারের আশায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের লক্ষে মিনাজ্জল থনায় লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে বিবাদী বকুল হোসেন বলেন, আমাদের নামে যে অভিযোগ করেছে তা সঠিক নয়। তবে আমাদের জায়গা উদ্ধার করতে করতে গেলে উভয়ের মধ্যে একটু মারামারি হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি