হাতে দু:খের কথা লিখে গৃহবধূর আসমার ‘আত্মহত্যা’!
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২১, ৩:১৩ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আসমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলিশারকুল গ্রামেরএকটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আসমা বেগম(৩০) হাতে একটি সুইসাইড নোট লেখা ছিল বলে পুলিশ সূত্র জানায়।
আসমা উপজেলার আলিশারকুল এলাকার মতলিব মিয়ার মেয়ে। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আসমা বেগমকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছে।
জানা যায়, উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপারা এলাকার মৃত ছোবান মিয়ার ছেলে মো. আব্দুল হালিমের (২২) সঙ্গে চার মাস পূর্বে দ্বিতীয় বিয়ে হয় আসমা বেগমের। ইতিপূর্বে আসমা বেগমের আরেকটি বিয়ে হয়েছিল। সেই সংসার ভেঙে যায় এবং সেই সংসারে একটি ছয় বছরের কন্যাসন্তান রয়েছে।

আব্দুল হালিম পেশায় একজন শ্রমিক। বয়সের দিক দিয়ে স্বামী আব্দুল হালিম স্ত্রীর থেকে প্রায় আট বছরের ছোট। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আসমা বেগমের স্বামী আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তারা খাবার খেয়ে ঘুমাতে যান। রোববার সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী পাশে নেই। তিনি ঘরের মধ্যে স্ত্রীকে খোঁজে হঠাৎ দেখেন ঘরের উপরে তীরের সঙ্গে মাফলার গলায় দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলানো অবস্থায় রয়েছে। তিনি তখন চিৎকার করলে আশপাশের লোকজন এসে লাশটি নামান। এ সময় আসমা বেগমের হাতের মধ্যে আত্মহত্যার নোট লেখা দেখা যায় বলে তিনি জানান।

তবে নিহত আসমা বেগমের বড় বোন আলেয়া বেগম জানান, আমার বোন আত্মহত্যা করার কথা নয়। তাদের স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক ঝামেলা ছিল। আমাদের ধারণা আমার বোনকে তার স্বামী পরিকল্পিতভাবে খুন করেছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক এ প্রতিবেদককে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে স্বামীর প্ররোচনায় আসমা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। হাতের লেখার ঘটনার রহস্য উদঘাটনে এক্সপার্ট দিয়ে পরীক্ষা করা হবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST