
রোববার (১৪ মার্চ) বলিউডের অভিনেত্রী গীতা টুইটারে ৪টি ছবি পোস্ট করে জানান, আসছে জুলাইতে আমার দ্বিতীয় সন্তানের জন্ম হবে। সেখানে দেখা যায়, তার মেয়ের হাতে দুটি ছবি। আর একটি বাচ্চাদের জামা নিয়ে নতুন অতিথি আসার বার্তা দেয়া হচ্ছে। বাকি দুটি ছবিতে ভারতীয় ক্রিকেটার ও অভিনেত্রী গীতা দম্পতি প্রথম মেয়েকে নিয়ে খুব হাস্যোজ্জল অবস্থায় দেখা যায়। টুইটে মেয়ে ও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে এদিন নিজেই খুশির খবর শেয়ার করেছেন গীতা। ২০১৫ সালে বিয়ে করেন হরভজন সিং ও গীতা বাসরা। তাদের এক কন্যাসন্তান রয়েছে।
হরভজন টেস্ট খেলেছেন ১০৩টি। পাশাপাশি ওয়ানডে ২৩৬টি, ২৮টি টি২০। ২০০৭ সালে ও ২০১১ সালে টি২০ ওয়ার্ল্ডকাপের বিজয়ী দলেও ছিলেন তিনি। ক্যারিয়ারে ১৬০টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং তার অধীনে রয়েছে ১৫০টি উইকেটের শিরোপা। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সময় শেষ খেলতে দেখা গিয়েছিল হরভজনকে।
টুইটার থেকে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি