
যশোরে এক গৃহবধূকে (৩৫) অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের নাম সাবদার হোসেন (৪৫)। তিনি যশোরের মধুগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা। ধর্ষণের বিষয়ে মুখ না খুলতে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ রাতে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় উল্লেখ করেছেন। পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে সাবদার হোসেন তার দিকে খারাপ দৃষ্টি দিতো। তিনি গৃহবধূকে কুপ্রস্তাব দেয়াসহ নানাবিধভাবে উত্ত্যক্ত করতেন।
গেলো ৩১ জানুয়ারি স্বামী বাড়িতে না থাকার সুযোগে সাবদার সুকৌশলে গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। পরে চাকু ঠেকিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর হত্যার হুমকি দিয়ে চলে যান। পরবর্তীতে গৃহবধূর স্বামী ও ভাসুরসহ শ্বশুর বাড়ির লোকজনকে জানালে কোতোয়ালি মডেল থানায় মামলা করতে আসনে তারা। পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা করছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি