
রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সময় সংবাদের কাছে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান, অতি অল্প সময়ে প্রভাবমুক্ত হয়ে এ চার্জশিট দেওয়া হয়েছে। প্রদত্ত চার্জশিটে উঠে এসেছে সিনহা হত্যার মূল কারণ এবং খুলেছে সব রহস্যের জটও।
তিনি বলেন, বিচার পাওয়ার প্রথম ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এখন আস্থা রাখছি আদালতের ওপর। আশাকরি আদালতে আমার ভাই হত্যার ন্যায়বিচার পাব এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন আদালত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি