সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ইউপি চেয়ারম্যানের মদপানের ছবি
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২১, ১:২৪ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউপি চেয়ারম্যানের মদপানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম এম আসলাম মৃধা। ইউনিয়নের ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান কেবল মদই পান করেন না, তিনি ইয়াবা সেবন করেন। মাঝে মাঝে গাঁজাও খান।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্য। এসময় তারা ওই ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।
ইউনিয়ন পরিষদের এক মেম্বার কাজল মিয়া বলেন, চেয়ারম্যান কেবল মদই পান করেন না, তিনি বাবা (ইয়াবা) সেবন করেন। মাঝে মাঝে গাঁজাও খান।

পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ডের মেম্বার লিলি বেগম বলেন, তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। আমি জানি তিনি মাদক সেবন করেন। হয়তো আমার ওপর হামলাকালে তিনি মদ্যপ ছিলেন।
এ বিষয়ে কাইতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এম আসলাম মৃধা বলেন, আমার সারা জীবনে আমি ২০০ গ্রাম মাদক পান করিনি। এটি কাইতলা গ্রামের বিল্লালের ঘর থেকে ধারণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এ ব্যাপারে আমি মৌখিকভাবে পুলিশের বিভিন্ন দফতরে জানিয়েছি। আমি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

তিনি আরো বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা ৩৮ মাস ধরে পরিষদের সভায় আসেনি। কাগজপত্রে স্বাক্ষর করেনি। তারা এমনটি করতেই পারেন। প্রশাসনের কর্মকর্তারা তদন্ত করে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, এ সম্পর্কে একটি অভিযোগ কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের মেম্বারদের কাছ থেকে পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগে দেয়া হবে। সেখান থেকে রিপোর্ট অনুযায়ী পরবর্তী সময়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST