‘সাকিব নিজে না সরলে বোর্ডের পক্ষে সরিয়ে দেওয়া কঠিন’
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১১, ২০২২, ৫:৩৫ অপরাহ্ণ

সাকিব আল হাসান বিতর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব সময় যেন ব্যাকফুটেই থাকে। শেষ পর্যন্ত জয় হয় সাকিবেরই। সার্বিক চিত্র না চাইলেও এমনই দেখা যায়।

নিষেধাজ্ঞা শেষে বাংলাদেশের খেলা নয় টেস্টের মধ্যে সাকিব খেলেছেন মাত্র তিনটি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেস্ট না খেলার ইচ্ছাও জানিয়েছিলেন এই ক্রিকেটার। আর ইচ্ছা হলে যেকোনো সিরিজের আগে হুট করে ছুটি চাওয়া তো সাকিব নিত্য কাজের মধ্যে ফেলেছেন।
এমন অবস্থায়ও সাকিবকে ক্রিকেটের তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে রাখছে বিসিবি। আশা করছে সাকিব খেলবেন। আবার না খেললেও শক্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেও, শেষ পর্যন্ত নিতে পারে না বিসিবি।

সাকিবকে সদ্য দুই মাসের ছুটি দিয়েছে বিসিবি। সাকিবের খেলা না খেলা নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। এরপরেও সাকিব কেন তিন ফরম্যাটের চুক্তিতে শুক্রবার বিসিবিতে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং আব্দুর রাজ্জাক।
যেখানে অনেকটা অসহায়ের সুরে কথা বলেন নির্বাচক আব্দুর রাজ্জাক। সাকিবের মতো পারফরর্মারকে চাইলেও বিসিবি কোনো ফরম্যাট থেকে সরাতে পারবে না বলে জানিয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার।

রাজ্জাক নিজের ব্যাখ্যায় বলেন, ‘কোনো ফরম্যাটে কেউ দু-একটি সিরিজ বিশ্রাম নিলেই যে তিন সংস্করণে রাখা যাবে না, তা তো নয়। প্রথমে কিন্তু ক্রিকেট বোর্ড কথা বলেছে, কে কোন ফরম্যাটে খেলতে চায়। তার পর বিবেচনা করা হয়েছে যে কাকে কোন ফরম্যাটে রাখা যাবে। সাকিব কিন্তু কোনো ফরম্যাট থেকে সরে যায়নি।’

‘আসলে সাকিব যে মাপের ক্রিকেটার, কোনো ফরম্যাট থেকে নিজে সরে না গেলে বোর্ডের জন্য সরিয়ে দেওয়া কঠিন, কারণ যে মাপের পারফর্মার ও।’- আরও যোগ করেন নির্বাচক রাজ্জাক।

সাকিবের ভবিষ্যত নিয়ে কী ভাবছে বিসিবি, এমন প্রশ্নও সামনে আসে দুই নির্বাচকের সামনে। সাকিবের সঙ্গে এখনও দেখা হয়নি জানিয়ে রাজ্জাক সাংবাদিকদের উল্টো প্রশ্ন ছুঁড়ে বসেন সাংবাদিকদের।

যেখানে তিনি জানতে চান, নির্বাচক হলে সাংবাদিকরাই বা কী সিদ্ধান্ত নিত। রাজ্জাক সাকিব ইস্যুতে বলেন, ‘এখনও সাকিবের সঙ্গে আমাদের সে রকম (ভবিষ্যত পরিকল্পনা) কোনো কথা হয়নি। যেহেতু হয়নি, হুট করে একটা কথা বলে দেওয়া ঠিক নয়। কথা হলে জানতে পারবেন। আপনি যদি নির্বাচক হতেন, কী করতেন? সাকিবকে বাদ দিতেন, না রাখতেন?’
সাকিব বিতর্কে সদ্যই বিসিবি বস নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়, বিসিবি কী তবে সাকিবের কাছে অসহায়? এমন প্রশ্নে কিছুটা ক্ষোভমাখা উত্তর দিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিসিবি বস বলেন, ‘কার কাছে অসহায়? কার কাছে অসহায়? কেন অসহায় হব?’
এমন প্রশ্ন বিসিবি বস যতই ছুঁড়ে দেন না কেন, আপাতদৃষ্টিতে একটাই উত্তর দেখা যায়, সাকিবের কাছে অসহায় ক্রিকেট বোর্ড।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST