
আঁখি আলমগীর, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত তারকা সঙ্গীতশিল্পী। তার প্রজন্ম থেকে শুরু করে বর্তমান প্রজন্মের শ্রোতা দর্শকের কাছে তিনি যেমন জনপ্রিয়, ঠিক তেমনি তার প্রজন্মর শিল্পী থেকে শুরু করে তার পরবর্তী প্রজন্মগুলোর শিল্পীর কাছেও তিনি ভীষণ প্রিয় একজন শিল্পী, প্রিয় একজন মানুষ। সববয়সী শ্রোতা দর্শকের কাছেও আঁখি আলমগীর অনন্য একজন সঙ্গীতশিল্পী। বাংলাদেশের একমাত্র সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর যিনি গানে, অভিনয়ে দুই ক্যাটাগরিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। আমজাদ হোসেনের ‘ভাত দে’ সিনেমা’তে অভিনয়ের জন্য তিনি অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন, আবার আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। একজন আঁখি আলমগীর তার গানের ভুবনে পথচলার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাংলাদেশের বহু সংগঠন থেকে নানান সময়ে বহুবার পুরস্কৃত হয়েছেন। দেশের বাইরে থেকেও তিনি আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। কলকাতা থেকে তিনবার এবং দুবাই থেকে একবার তিনি গানের জন্য দেশের সম্মান বয়ে নিয়ে এসেছিলেন পুরস্কারপ্রাপ্তির মধ্যদিয়ে।
আবারো তিনি সম্মাননায় ভূষিত হলেন। গেলো ৫ মার্চ ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম’ আয়োজিত ‘চলচ্চিত্রে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা ও বাংলাদেশের চলচ্চিত্রের সাতদশকের কালজয়ী গান উৎসব’ অনুষ্ঠানে আঁখি আলমগীরের হাতে ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম’ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আমার কাছে যেকোন সম্মাননা তা দেশের ভেতর থেকে হোক দেশের বাইরে থেকে হোক সবসময়ই ভীষণ ভালোলাগা কাজ করে। সম্মাননা পাওয়ার ক্ষেত্রে আমি কখনোই বড় ছোট হিসেব করে দেখিনা। অনেকেই হয়তো আছেন যারা এমন এমন সংগঠন থেকে সম্মাননা পান, যা তারা গ্রহণ করে বাসায় গিয়ে সাজিয়ে রাখতে আগ্রহী নন।
কিন্তু আমার কাছে প্রত্যেকটি সম্মাননাই সমান গুরুত্ব বহন করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে এখন পর্যন্ত যতো পুরস্কার পেয়েছি সবগুলোই একইসঙ্গে একই সারিতে সাজানো আমার বাসায়। এসব সম্মাননা আমার কাছে অমূল্য, আমার কাছে ভীষণ অনুপ্রেরণার। সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম থেকে যে সম্মাননা স্মারকে আমাকে ভূষিত করা হয়েছে, সেটাও আমার কাছে ভীষণ ভালোলাগার।’ এদিকে স্টেজ শো’তে অপ্রতিদ্বন্দ্বী আঁখি আলমগীর আবারো স্টেজ শো’তে পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছেন। গতকাল সন্ধ্যায় তিনি চট্টগ্রামের নেভী হেডকোয়ার্টারে সঙ্গীত পরিবেশন করেন। আজ সকালেই ঢাকায় ফিরে তিনি ঢাকাতে একটি শো’তে অংশ নিবেন। আগামীকাল নোয়াখালীতে আরেকটি শো’তে অংশ নিয়ে পরেরদিন ঢাকাতেই আরেকটি শো’তে অংশ নিবেন। মূলকথা, আঁখি আলমগীর আবারো পূর্ণোদ্যমে স্টেজ এ ফিরেছেন গানে গানে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি