
নতুন রূপে ধরা দিয়েছেন ধোনি। ক্রিকেট ছেড়ে সন্ন্যাসীরূপে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি! অবাক হওয়ার মতো ঘটনা! সত্যিই কি ধোনি সাধু-সন্ন্যাসী হয়ে গেলেন? এমন প্রশ্নই এখন উঁকি দিচ্ছে সমর্থকদের মনে। নানা আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কৌতূহলী সমর্থকরা অবশ্য সে উত্তরও পেয়ে গেছেন।
২০২১ সালের আইপিএলের প্রচারে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে স্টার নেটওয়ার্ক। সেখানে দেখা যায় এমএস ধোনি সন্ন্যাসী বেশে খুদে শিষ্যদের আইপিএলের ইতিহাস নিয়ে কথা বলছেন। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওতে ধোনিকে দেখা গেছে সম্পূর্ণ ন্যাড়া অবস্থায়। অনেকটা বৌদ্ধ সন্ন্যাসীদের মত একেবারে ন্যাড়া হয়ে কথা বলছেন ছোট ছোট শিশুদের সঙ্গে। চেন্নাই সুপার কিংস গত মৌসুমে ব্যর্থ হলেও এবার স্বরূপে ফিরবে বলে বলতে শোনা যায়।
এছাড়া দ্বিতীয় ভিডিওতে বিরাট কোহলি ও তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্পর্কে কথা বলেছেন ধোনি।
এর আগেও বেশ কয়েকবার ধোনিকে নতুন রূপে দেখা গেছে। তবে এবারের এই নতুন লুক তুলনামূলক একটু বেশিই সাড়া ফেলেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি