সখীপুর পৌরসভা নির্বাচনে তৃতীয় বারের মতো মেয়র হলেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ
বাদল হোসাইন,টাংগাইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২১, ৮:০৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুর পৌর সভার নির্বাচনে তৃতীয় বারের মতো মেয়র হলেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সজীব জগ প্রতীক নিয়ে ৭ হাজার ৫৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
এদিকে সাধারণ কাউন্সিলর হিসেবে ১ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম শফি, ২ নম্বর ওয়ার্ডে ফজলুল হক, ৩ নম্বর ওয়ার্ডে বিল্লাল সিকদার, ৪ নম্বর ওয়ার্ডে মোশারফ তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডে আমির হামজা বাদল (বাদু), ৬ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে বাছেদ সিকদার, ৮ নম্বর ওয়ার্ডে শহীদ সিকদার ও ৯ নম্বর ওয়ার্ডে আবু সাঈদ মিয়া।
সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে পারুল মাহমুদ, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শেফালী আক্তার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আর্জিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST