সংসারের হাল ধরা হলো না রবিউলের, থামছে না মায়ের কান্না
কুমিল্লা প্রতিনিধি
মার্চ ১১, ২০২২, ৭:৩৭ অপরাহ্ণ

এক ছেলে ও তিন মেয়ে নিয়ে রিকশাচালক স্বামী সংসার চালাতে পারেন না বলে বাসা-বাড়িতে কাজ করে বাড়তি আয় করতেন সাহেরা বেগম। একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন- ছেলে বড় হলে আর মানুষের বাড়ি বাড়ি কাজ করতে হবে না মাকে।
শুক্রবার দুপুরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ভেঙে চুরমার করে দিয়েছে সাহেরা বেগমের সেই স্বপ্ন। চুল কাটিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের নিহত হয়েছে সাহেরার একমাত্র ছেলে রবিউল।

দুর্ঘটনার সময় অন্যের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের কাজ করছিলেন মা সাহেরা। ছেলের মৃত্যুর খবরে ছুটে আসেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, একদিন আগেই ছেলের সঙ্গে দেখা হয়েছিলো। বৃহস্পতিবার দুপুরেই মা-ছেলে একসঙ্গে ভাত খেয়েছি। আমার একমাত্র ছেলে আজ আর নেই। ভেবেছিলাম ছেলে সংসারের হাল ধরবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু এখন তো আমার কোনো সম্বলই রইল না।

শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার চাপায় নিহত হয় রবিউল ইসলাম। ঐ দুর্ঘটনায় আরো এক শিশু নিহত হয়। এ নিয়ে গত তিনদিনে সাতজনের প্রাণহানি হয়েছে কুমিল্লার সড়কে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST