
সরকারি কর্মকর্তারা রাস্তায় নেমে বা মিটিং করে বঙ্গবন্ধুকে অবমাননা করার প্রতিবাদ করেছেন। তারা যুক্তি দেখিয়ে বলেছেন বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে জাতির পিতা, তাদের দায়িত্ব হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখা। খুব ভালো কথা। তাদের ধন্যবাদ জানাই। আশা করি সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব তারা অন্যান্য ক্ষেত্রেও পুরোপুরি পালন করবেন। সংবিধান ও আইন অনুসারে…ভুয়া নির্বাচন, রাষ্ট্রের সম্পত্তি লুট, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সম্পদ পাচার সম্পূর্ণ নিষিদ্ধ ও অবৈধ।
এসব প্রতিরোধ সরকারি কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়-দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে জনগণের সেবা করা, তাদের অধিকার রক্ষা করা। সংবিধান সমুন্নত রাখতে হলে এসব দায়িত্বও সবাইকে ঠিকমতো পালন করতে হবে। এভাবে বঙ্গবন্ধুকেও আরও সম্মানিত করা যাবে। ফেসবুক থেকে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি