
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। প্রথম টেস্টে খেলেছিলেন চোট নিয়ে। যার দরুন শেষ টেস্ট না খেলে দেশে ফেরত আসেন। আগামী মাসে শ্রীলঙ্কার সঙ্গে মাঠে ফেরার কথা ছিল এই ডানহাতি বোলারের। কিন্তু ইনজুরি গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে হচ্ছে বাংলাদেশের এই স্পিডস্টারের। তাই লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে আর নামা হচ্ছে না তাসকিনের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের সেরাটা দিয়েছেন তাসকিন আহমেদ। টাইগারদের হয়ে একের পর এক সিরিজ খেলে যাচ্ছেন এই ডানহাতি পেসার। বাংলাদেশের হয়ে নিয়মিত খেলে আসা এই বোলার এবার দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের বাহিরে যাচ্ছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টেই চোট অনুভব করেছিলেন তাসকিন। কিন্তু তার পরও দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে বল করে গেছেন টাইগার স্পিডস্টার।
দুর্দান্ত বোলিংয়ের কারণে তাসকিন ওয়ানডে সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন। প্রোটিয়া সফরের মাঝ পথে পেয়েছিলেন আইপিএল খেলার প্রস্তাব কিন্তু দেশের স্বার্থে সেই প্রস্তাবে সাড়া দেননি। আগামী ৮মে বাংলাদেশে খেলতে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। কিন্তু চোটের জন্য আর টাইগারদের হয়ে খেলা হচ্ছে না তাসকিনের। শীঘ্রই বিদেশ যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি