শেরপুরে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
মার্চ ২, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ

বগুড়ার শেরপুরে মাটি ভর্তি ট্রলির মধ্যে থেকে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। গতকাল বুধবার (০২মার্চ) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলীর উঠানে মাটি ভরাটের সময় মূর্তিটি উদ্ধার হয়। মূর্তিটির ওজন আনুমানিক ৫৫ কেজি।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও আনিছুর রহমানের মালিকানাধীন বামনিয়া নামের প্রাচীণ ওই জলাশয়টি স্কেবেটার মেশিন দিয়ে পুনঃখনন কাজ চলছে।

স্থানীয় মাটি ব্যবসায়ী-বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্দুল হান্নান নামের ব্যক্তি তার লোকজন দিয়ে খনন কাজ করছেন। সেইসঙ্গে ড্রাম ট্রাক ও ট্রলির মাধ্যমে মাটি পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলী তার বসতবাড়ির উঠান উচু করার জন্য ট্রলিতে মাটি ভর্তি করে ভরাটের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। একপর্যায়ে বুধবার দুপুরে ট্রলি থেকে বাড়ির উঠানে মাটি ফেলা হয়। এসময় মাটির সঙ্গে কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি বের হয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন আসে। পরে থানায় সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথর কি না তা এই মুহুর্তে বলতে পারছি না। তবে এটি বিষ্ণুমূর্তি। কালো পাথরের মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে তার দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST