
শপথ নেয়া হলো না মাগুরা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত নারী কাউন্সিলর ছোবেতারা বেগম মনিরার। ব্রেন স্ট্রোকে আক্রাত হয়ে তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোছা. ছোবেতারা বেগম মনিরা পৌরসভার ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি ওই পৌরসভার প্যানেল মেয়র-২ ও মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান চারবারের নির্বাচিত এ জনপ্রতিনিধি।
প্রয়াত কাউন্সিলরের মেয়ে সৈয়দ লুবনা জাহান মুন্নি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ছোবেতারা বেগম। সোমবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সিএমএইচ-এর আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার ভোরে সেখানেই তিনি মারা যান। বুধবার বেলা ১১টায় রায়গ্রাম ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তার জানাজা হবে।
অসুস্থতার কারণে প্রচারণায় অংশগ্রহণ না করতে পারলেও ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ১২ হাজার ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন ছোবেতারা বেগম।
ছোবেতারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ মাগুরা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকার্মীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি