
বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন গাইতে পারেন গানও। তাই সম্প্রতি ভাইরাল হওয়া শ্রীলংকান গান ‘মানিকে মাগে হিথে’ নিজের কণ্ঠে কভার করে সে।
লুবাবা গণমাধ্যমকে জানায়, এই গানটি তার ভাইয়ের কাছে প্রথম শুনার পর সেটা ভালো লেগে যায় তার। পরে মন দিয়ে গানটি শোনার পর লুবাবা সিদ্ধান্ত নেন, এটি কভার করার। লুবাবা গানটি শ্রীলংকান ভাষাতেই গেয়েছেন। এবং তার কণ্ঠে গাওয়া গানটিও প্রশংসিত হচ্ছে।
লুবাবার জন্য এই গানের নতুন সংগীতায়োজন করেছেন শিহাব আশরাফুল। লুবাবা জানায়, প্রথমে ভয়ে থাকলেও রেকর্ডের সময় গাইতে মজা লেগেছে।
উল্লেখ্য, আব্দুল কাদেরের হাত ধরে অভিনয় শুরু করেন লুবাবা। তার অভিনয় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বহু নাটক ও বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। এছাড়া অভিনয় করেছেন বেশকিছু সিনেমায়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি