‘লক্ষ্য নেই, শুধুই ভালো লাগা থেকে খেলছি’
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১৭, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ দলে ফেরার পরিকল্পনা আপাতত নেই মাশরাফী বিন মোর্ত্তজার। ২০২০ সালে ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর থেকে আর বিবেচনাও হননি জাতীয় দলে। বলা যায়, জাতীয় দল থেকে অনেকটা দূরে তিনি।

তবে ঘরোয়া লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন মিনিস্টার ঢাকার হয়ে। ৪ ম্যাচে ৪টি উইকেট নিলেও চোটের কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি।

বিপিএল শেষ করে গত মাসে ভারতে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। বলা হচ্ছিল, আবারও অস্ত্রোপচার করানো হবে। যদিও শেষপর্যন্ত অস্ত্রোপচার করাননি তিনি। চিকিৎসা নিয়েই দেশে ফিরেছেন, খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)।

বৃহস্পতিবার সকালে মিরপুরের একাডেমিক মাঠে অনুশীলন করেন মাশরাফী। লম্বা সময় ধরে করেন অনুশীলন। কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও।
অস্ত্রোপচার না করিয়ে খেলতে নামাটা ঝুঁকি হয়ে যাবে কি না, এমন প্রশ্নে মাশরাফী বলেছেন, ‘আমি ট্রিটমেন্ট করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে অ্যাডজাস্ট করে যত সময় খেলা যায়। এরপর বড় গ্যাপ আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন অপারেশন করালে হয়তো ডোমেস্টিক ক্রিকেট মিস হতো। এ জন্য আর কি ম্যানেজ করে যতটুকু খেলা যায়।’
জাতীয় দল থেকে অনেকটা দূরে। বিপিএল, ডিপিএল খেললেও ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই বলে জানিয়ে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

‘আমার কোনো লক্ষ্য নেই। আমি আগেও বলেছিলাম। শুধুই ভালো লাগা থেকে খেলছি। ঢাকা লিগে অসংখ্য খেলোয়াড় আছে যারা হয়তো ১০-১৫ বছর খেলছে। তাদের আর লক্ষ্য অন্যদিকে নেই। কেউ রুজি-রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে। খেলাটাই আনন্দ তাদের কাছে, তাই খেলে। আমার কাছে খেলাটা সব সময় উপভোগের। দেখা যাক কতদিন খেলতে পারি।’
শুক্রবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের। এই ম্যাচে খেলা নিয়ে মাশরাফী বলেছেন, ‘আমাদের ম্যাচ কালকে (শুক্রবার)। আশা করছি এখন পর্যন্ত (খেলবো)। বাকিটা মাঠে গিয়ে দেখা যাক।’

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা
ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৭৮ শতাংশ
আরও ৪০ লাখ গৃহহীনকে ঘর করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
মিথ্যা বলে বলে ওরা স্বাধীনতার সুফল ব্যর্থ করতে চায় : প্রধানমন্ত্রী
নীরব ঘাতক তামাক নিঃশব্দে ধ্বংস করছে পরিবার
ঠাণ্ডা মাথায় স্ত্রীকে জবাই করে রেখে শবে বরাতের নামাজ পড়লেন স্বামী
বিধ্বস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ, প্রস্তুতি সেরেই অভিযান
১৫ থেকে ১৯ মার্চ হতে পারে শক্তিশালী কালবৈশাখী
শবে বরাত পালনে করণীয় ও বর্জনীয়
ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে বাংলাদেশের দাপুটে জয়
পাঁচ কেজি চাল কিনতে কড়া রোদে ৩ ঘণ্টার অপেক্ষা
স্মার্ট সমাজ গড়তে ৫ মূল সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী