রোমানা স্বর্ণার সহযোগীদের খুঁজছে পুলিশ
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ১৩, ২০২১, ৫:৩২ অপরাহ্ণ

অভিনেত্রী ও মডেল রোমানা ইসলাম স্বর্ণার সহযোগীদের খুঁজছে পুলিশ। ইতোমধ্যেই তার দলের আরও ১০ থেকে ১২ জন তরুণীর প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে উঠতি বয়সের দুজন মডেলও আছেন।
তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন রশিদ বলেন, তদন্তের স্বার্থে এখন অনেক কিছু বলা যাচ্ছে না। স্বর্ণাকে গ্রেপ্তারের পর অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য আসছে। প্রতারণার সঙ্গে আর যারা জড়িত- তাদেরও খোঁজা হচ্ছে।
পুলিশ ও তদন্ত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় স্বর্ণার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়। মোবাইলে স্বর্ণার কললিস্ট যাচাই-বাছাই করা হয়। সেখানে কয়েকজন তরুণীর নাম পাওয়া গেছে। যারা লালমাটিয়া মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন।

পুলিশ জানতে পেরেছে, লালমাটিয়ায় স্বর্ণার বাসাসহ রাজধানীতে আরও এরকম একাধিক ফ্ল্যাট বা বাসা রয়েছে। যেখানে স্বর্ণার প্রতারণার ফাঁদ রয়েছে। স্বর্ণা এবং তার সহযোগীরা ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে সন্ধান করে প্রবাসী এবং বিত্তবান পরিবারের সন্তানদের। তাদের প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ধারণ করে। এভাবে প্রতারণার জালে ফেলে এই চক্রের সদস্যরা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
সূত্র জানায়, লালমাটিয়ায় স্বর্ণার ডি ব্লকের বাসায় মাঝে মধ্যেই ডিজে পার্টির আয়োজন করা হতো। যেখানে উঠতি বয়সের বিভিন্ন তরুণ-তরুণী এবং সমাজের বিত্তবানদের যাতায়াত ছিল। এছাড়া তারকা হোটেলে একই ধরনের আসর বসাতেন স্বর্ণা। জলসার মনোরঞ্জনের পুরো দায়িত্ব পালন করতেন স্বর্ণা নিজেই।

স্বর্ণার বিরুদ্ধে মামলার বাদী ও তার সাবেক স্বামী ভুক্তভোগী কামরুল হাসান রাইজিংবিডিকে বলেন, ২০১৮ সালে প্রবাস জীবনে স্বর্ণার সঙ্গে পরিচয় ফেসবুকের মাধ্যমে। ২০১৯ সালে বিয়ে হয়। এ সময়ের মধ্যে নানা অজুহাতে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। এখন বলছে আমাকে তালাক দিয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় স্বর্ণাসহ ৫ জনকে লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত স্বর্ণাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। স্বর্ণাকে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST