রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে রেস্তোরাঁর ওয়াশরুমে নিয়ে ধর্ষণ, মৃত্যু
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২১, ১২:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে ফের ধর্ষণের পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা করেছেন তার বাবা।

রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ।
ওসি আবদুল লতিফ বলেন, গত (২৯ জানুয়ারি) এক যুবক সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রেস্তোরাঁর ওয়াশরুমে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় যুবকের পরিচিত একটি বাসায় নিয়ে আসে।

পরে ভিকটিমের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকলে তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন সেখানে আইসিইউতে থাকার পর আজ রবিবার সকালে তরুণীটি মারা যায়।
ওসি আবদুল লতিফ আরও বলেন, ভিকটিম তরুণীর বাবা অভিযোগ করেছেন, অসুস্থ মেয়েকে ওই বাসায় নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয়। তখন বেশি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ওই থানার এসআই নাজমুল গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মেয়ের বাবা থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত অভিযুক্ত যুবকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আপাতত এরচেয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা আছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST