
ময়মনসিংহের তারাকান্দায় চাহিদামতো যৌতুকের দাবি পূরণ না করায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর (২১) মাথা ন্যাড়া করে দিয়েছেন স্বামী শাহ পরান (২৬)। শাহ পরান তারাকান্দা উপজেলার প্রজাবতখিলা গ্রামের হক মিয়ার ছেলে।
এ ঘটনায় ওই গৃহবধূ (০৪ ফেব্রুয়ারি) বিকেলে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, মেয়েটির সঙ্গে শাহ পরানের ১০ মাস আগে বিয়ে হয়। বিয়ের তিন মাস পর গর্ভবতী হন তিনি। এরপর থেকেই যৌতুকের জন্য তাকে চাপ দিচ্ছিল শাহ পরান। চাহিদামতো যৌতুক দিতে না পারায় প্রায়ই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো শাহ পরান।
ওই গৃহবধূ জানায়, গত ২৯ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান নষ্ট করার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যান শাহ পরান। স্ত্রী সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় বাড়িতে এসে তার ওপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে তার মাথার চুল কেটে দেন শাহ পরান। মাথা ন্যাড়া করার পর বাড়িতে তিনদিন আটকে রাখে তাকে। পরে সুযোগ পেয়ে পালিয়ে তার বাবার বাড়ি চলে আসেন তিনি।
পরে পরিবারের লোকজনকে নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, অভিযোগ দেয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি