
আগামীকাল শুক্রবার (১১ ডিসেম্বর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিয়াম-পরীমনি জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। ছোটপর্দার মেধাবী নির্মাতা চয়নিকা চৌধুরী ‘বিশ্বসুন্দরী’ দিয়ে প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করলেন। ‘বিশ্বসুন্দরী’ সারাদেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
জানা গেছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে ছবিটি মুক্তি পাচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, নায়ারণগঞ্জ, খুলনা, পাবনা, যশোর, রংপুর, সিলেট, বরিশাল ইত্যাদি অঞ্চলে ছবিটি মুক্তি পাচ্ছে।
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, আমার প্রথম ছবিতে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। দর্শকের প্রতি ছবিটি দেখার আহ্বান জানাই। তারপর আপনারা গঠনমূলক সমালোচনা করুন। ভুল হলে জানান। যাতে আগামীতে আরো ভালো কাজ উপহার দিতে পারি।
ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।
এ ছবিতে পরীমনি ও সিয়াম বাদে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি