
ফুটবল বিশ্বের রাজপুত্র দিয়াগো ম্যারাডোনা মারা গেছেন দুই মাস পেরিয়ে গেছে। আর্জেন্টাইন এই তারকার মৃত্যুর পর লম্বা সময় কেটে গেলেও আলোচনা থামেনি মৃত্যু রহস্য নিয়ে। তদন্ত চলছে, মৃত্যুর সময় কোনও রকম অবহেলার শিকার হয়েছেন কী না।
যার মৃত্যু নিয়ে এত আলোচনা সেই ম্যারাডোনার ডাক্তার করেছেন বোমা ফাটানো উক্তি। আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবে’ ফাঁস হয়েছে মৃত্যুর মুহূর্তে ম্যারাডোনার ডাক্তারদের কিছু ম্যাসেজ। যেখানে কথা বলছিলেন ম্যারাডোনার দীর্ঘদিনের চিকিৎসক লিওপোলদো লুক এবং মনোবিদ অগাস্তিনো কোসাচভ।হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যু হয় ঘুমের ভেতরই। ওইদিন সকালে ডাক্তার লুক ও মনোবিদ কোসাচভের মধ্যে মেসেজ চালাচালি হয়। এসময় লুককে এক পরিচিত ব্যক্তি ম্যাসেজ দেন, ম্যারাডোনা মারা গেছেন।
ম্যারাডোনার মৃত্যুর খবরটি দেখে লুক কোসাচভেকে লেখেন, মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক করেছে। মোটু বিছানা নোংরা করে মরবে। কী হয়েছে কে জানে। আমি ওখানে যাচ্ছি।
লুকের ম্যাসেজের উত্তরে কোসাচভে লেখেন, ম্যারাডোনাকে জরুরি চিকিৎসা দল বাঁচানোর চেষ্টা করছে। আমি এখানে আছি, যদিও অ্যাম্বুলেন্স আসেনি এখনো। আমি এসে দেখেছি তার শরীর ঠাণ্ডা। অনেক চেষ্টা চলছে। আমি এখন বের হয়ে এসেছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি