
সুখী দাম্পত্য জীবনের একটি অন্যতম ও প্রধান কারণ হল শারীরিক সস্পর্ক। এটা যদি ঠিকঠাক না থাকে তাহলে সস্পর্ক ও খুব একটা মজবুত হয় না। এই সমস্যার জন্য অনেক সময় তো আমরা অনেক সস্পর্ক শেষ হতেও দেখি।
তবে আপনি কি জানেন ? মেয়েরা কোন জায়গা গু’লিতে পুরুষদের ছোঁয়া চায়? জানেন না ? হ্যাঁ আপনি হয়তো কিছুটা হলেও এটা জেনে থাকবেন। তবে অনেক সময় অনেকে আবেগের বশবর্তী হয়ে সেই জায়গা গুলো ভুলেই যায়।
১. ঠোঁট:চুমু খেতে কেই না চাই? গার্লফ্রেড হোক বা স্ত্রী প্রতিটা পুরুষই এটাই বেশ এক্সপার্ট। তাই এটার ব্যাপার আলাদা করে আর কিছু বলা লাগে না।
প্রীতিটা পুরুষই এটার সস্পর্কে ভালোরকম জানেন। তবে কিছু পুরুষ থাকে যারা একটু লাজুক প্রকৃতির হয়। তাদের এই বিষয়ে কোনো আগাম অভিজ্ঞতা থাকে না। যে কারণে অনেক সময় বিষয়টি তারা এড়িয়ে চলেন।
ঘাড় নারীদের ভীষণ স্পর্শ কাতর জায়গা। প্রতিটা নারীই চায় তার প্রিয় মানুষটি তার ঘা’ড় স্প*র্শ করুক। সেই সঙ্গে আলতো করে যদি একটু চুমু দিয়ে দেন। তাহলে তো কোনো কথায় নেই।
৩. কানে আলতো স্পর্শ:অনেক সময় কিছু মানুষ অতিরিক্ত আবেগের বসে আসল কাজটি করার পূর্বে এই জিনিস গুলোকে মোটেও পাত্তা দেয় না। তবে নারীদের এই অংশটি খুব স্পর্শ কাতর হয়। সঙ্গিনীর কানের পাশে থেকে চুল গুলো সরিয়ে যদি আলতো করে কানে চুমু দিলে তারা পা’গল হয়ে যাবে।
৪. হাতের তালু : কোনো পুরুষ যদি কোনো নারীর হাতটি ধরে তবে তারা মনে মনে বিশেষ ধরনের এক অনুভূতি অনুভব করে থাকে। সেই সময়টি তে সে সবকিছু ভুলে যেন অন্যকোনো জগতে প্রবেশ করে। এবং কোনো পুরুষের প্রথম ছোঁয়া কোনো নারী বহুদিন পর্যন্ত মনে রাখে। তাই প্রতিটা নারীই তার প্রিয় মানুষটির হাতের ছোঁয়া পেতে চায়।
তো এই ছিল নারীদের চারটি জায়গা যেখানে তারা পুরুষদের ছোঁয়া পেতে চায়। এই চারটি স্থান ছাড়াও আরো কিছু জায়গা আছে। তবে সেগুলো প্রতিটা পুরুষই জানে। সেগুলো আ’লাদা করে আর বলা লাগে না।
তো এখনকারের মত এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে আরো একটি নতুন মজাদার টপিকের সাথে। সেই সময়ের জন্য আমাদের সঙ্গে থাকুন। আজকের পর্যায়ে এই মজাদার প্রতিবেদনটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে জানায় অনেক অনেক ধন্যবাদ।
আশা করি আপনি এই প্রতিবেদন থেকে নতুন কিছু জানতে পেরেছেন। এই আর্টিকেলটি নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব
দের সাথে শেয়ার করে তাদের ও জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন ধন্যবাদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি