মিলিয়ন ডলারের কেক আর ১২৮ কোটি টাকার জুতা
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২১, ৩:২৯ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে দামি কেকের তালিকাটা নেহাত ছোট নয়। আর এই তালিকায় একাধিকবার এসেছে বিখ্যাত ব্রিটিশ নকশাকার ডেবি উইংহ্যামের নাম। ৩৯ বছর বয়সী ডেবি ৭ কোটি ৫০ লাখ ডলারের এক কেকও বানিয়েছেন। বলা হচ্ছে, এখন পর্যন্ত ‘রানওয়ে কেক’ নামের ওই কেকই সবচেয়ে দামি।

Shoesতবে ডেবির নকশা করা ৮ কোটি ৫০ লাখ টাকা, অর্থাৎ ১০ লাখ মার্কিন ডলারের এক কেক আমাদের আলোচ্য বিষয়। কেকটির বিষয় আবার বেশ অন্য রকম—বিয়ের পোশাক পরা এক আরব্য কনে। নাম আরবিতে ‘লুলওয়া’, অর্থাৎ মুক্তা। লুলওয়া লম্বায় ৬ ফুট আর ওজন ১২০ কেজি। কেক-বউকে সাজানোর জন্য এক হাজার মুক্তা আর দুই হাজার ক্ষুদ্রাকৃতির সাদা ফুল তৈরি করেছিলেন ডেবি। সত্যিকারের পাঁচটি দুই ক্যারেটের স্বচ্ছ হিরাও ব্যবহার করেছিলেন। যেগুলোর একেকটির দাম ২০০ ডলার। মোট ১ হাজার ডিম, ২৫ কেজি চকলেট ও অন্যান্য উপাদানে তৈরি কেকটি কেবল সাজাতেই লেগেছিল পুরো ১০ দিন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত ‘ব্রাইড শো’–এর প্রধান আকর্ষণ ছিল এই কেক। তবে সেটি যে কে কিনেছিল, তা জানা যায়নি।

 

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST