
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। গত বছরের ফেব্রুয়ারিতে অধিনায়কত্ব থেকে অবসর নেয়ার পর তিনি বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। তবে তার ইচ্ছে ছিল দেশের হয়ে আরো কিছু দিন ক্রিকেট খেলবেন। সাবেক এই অধিনায়ককে না নেয়ার পেছনে কিছু কারণ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব মিথ্যা বলে দাবি করেছেন মাশরাফী।
চলতি বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই মাশরাফীকে দল থেকে বাদ দেয়া হয়। দেশের হয়ে সবচেয়ে বেশি ৮৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন রেকর্ড ৫০টি ম্যাচ। অথচ তাকে যেন অনেকটা জোর করেই বাদ দেয় বিসিবি। এর কারণ হিসেবে ম্যাশের ফিটনেস নেই বলা হলেও তা মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি দেশের এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে দল থেকে বাদ পড়ার প্রসঙ্গে মাশরাফী বলেন, আমাকে বাদ দেয়ার সময় আমার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। বিসিবি বলছে- আলোচনা হয়েছে। অথচ এসব কিছুই হয়নি। ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমি অন্তত কিছু সত্য কথা আশা করেছিলাম।
তিনি আরো বলেন, আমাকে বাদ দেয়ার কারণ হিসেবে বোর্ডের অনেকে বলেছে ফিটসেন নেই। কিন্তু যতই ইনজুরি থাক, গত ২০ বছরে আমার ফিটনেস টেস্টে কোন ফেল নেই। আপনারা রেকর্ড চেক করে দেখতে পারেন। কিন্তু আমি কখনো ফেল করিনি।
জাতীয় দলের হয়ে ২২০ ওয়ানডে, ৫৪টি টি-২০ আর ৩৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে মোট ৩৯০ উইকেট শিকার করেছেন মাশরাফী। তার মতো একজন ক্রিকেটারের এমন বিদায় সমর্থকরাও হয়তো আশা করেনি। মাশরাফীর এমন দাবির পরিপ্রেক্ষিতে বিসিবি এখনো কোনো মন্তব্য করেনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি