মাঠে নয় নেইমার খেলেন মোবাইলে
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ১৫, ২০২১, ১:৪১ পূর্বাহ্ণ

ক্যারিয়ারের বড় একটি সময় ইনজুরি কেড়ে নিয়েছে নেইমার জুনিয়রের। ফুটবল অঙ্গনে যতটুকু মেলে ধরার কথা ততটুকু নিজেকে মেলে ধরতে পারেননি প্যারিস সেন্ট জার্মেইয়ের স্ট্রাইর্কা।
ইনজুরিকালীন সময়টা টেলিভিশন, মোবাইল গেমস ও পার্টিতে মজে থাকেন নেইমার। এটি তার ক্যারিনয়ারে আরো নেতিবাচক প্রভাব ফেলছে বল মনে করছে ফরাসি সংবাদমাধ্যম লা’কিপ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমারর। কিন্তু ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা তো দূরের কথা, এমনকি পিএসজির স্কোয়াডেও নাম আসেনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
বার্সেলোনার বিপক্ষে ওই ম্যাচে মাঠে নামার আগে নাকি সর্বোচ্চ চেষ্টা করেছেন নেইমার। কিন্তু সঠিক সময়ে প্রস্তুত ছিলেন না তিনি। আর তাতেই তার মাঠের বাইরের কার্যকলাপ ফের আলোচনায় চলে এসেছে।
ফরাসি সংবাদমাধ্যম লা’কিপ-এর মতে, নেইমারের বাঁধনহারা জীবনযাত্রাই তার ঘন ঘন চোটে পড়ার পেছনে অন্যতম কারণ। বিশেষ করে তার রাত জেগে পার্টি করা, একটানা ভিডিও গেম খেলা ও টেলিভিশন দেখার মতো বিষয়গুলোকে তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।

সম্প্রতি বিশ্বখ্যাত রিয়্যালিটি শো ‘বিগ ব্রাদার’ এর ব্রাজিলিয়ান সংস্করণ নিয়ে একটু টুইট করেন নেইমার। টুইট করা পর্যন্ত ঠিকই আছে, কিন্তু সময়টা যে রাত ৩-৫৩ মিনিট।
রাতবিরেতে এভাবে টেলিভিশন দেখা যে তার মতো বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের মোটেই উচিত নয় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লা’কিপ।
এক জনসংযোগ কর্মকর্তা সেবাস্তিয়েন বেলেনকন্ত্রের বরাত দিয়ে লা’কিপ লিখেছে, ‘সে এমন এক খেলোয়াড় যার দাম রীতিমত আকাশছোঁয়া।

অথচ সে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যেমন চ্যাম্পিয়নস লিগের সময় ইনজুরিতে পড়ে। এই সময়ে টুইট করা নিশ্চিতভাবেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। ’
নেইমার নিয়মিত ভিডিও গেমও খেলেন। এমনকি কায়েনের বিপক্ষে ইনজুরিতে পড়ার কয়েক ঘণ্টা পরও নাকি তিনি ‘কাউন্টার স্ট্রাইক’ গেম খেলেছেন।
তবে দলের সেরা তারকার পক্ষে মুখ খুলেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তার জীবনযাত্রা নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু সত্যি বলতে, দলের প্রতি নেইমারের নিবেদন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। সে পুরোপুরি মনোযোগী। ’

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST