মশার যন্ত্রণায় ঢাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২২, ৬:৩২ অপরাহ্ণ

ঢাকা দুই সিটি করপোরেশনে পর্যাপ্ত মশার ওষুধ মজুদ রয়েছে বলে দাবি করছে সংস্থা দুটি। আর এদিকে মশার কামড়ে ঢাকাবাসী যন্ত্রণায় রয়েছেন। যতই দিন যাচ্ছে, এই যন্ত্রণার মাত্রা ততই বাড়ছে। উত্তরা, রামপুরা, মধ্যবাড্ডা, মিরপুর, গাবতলী, শ্যামলী, যাত্রাবাড়ী, শনিরআখড়াসহ রাজধানীর সব এলাকায় মশার উপদ্রব বাড়তে দেখা যাচ্ছে। বিগত বছরগুলোর মতো চলতি বছরে শীতের মৌসুম শেষ হওয়ার পর গরমের আভাস আসায় মশার রাজত্ব শুরুর ইঙ্গিত মিলছে।
রাজধানীর মশা নিধনের দায়িত্ব দুই সিটি করপোরেশনের। সিটি করপোরেশন বলছে, মশা নিধনে নিয়মিত কার্যক্রম চলছে। তবে সাঁড়াশি কোনো অভিযান নেই।

দুটি সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, মশার সমস্যা নিয়ন্ত্রণে আছে।
রাজধানীর খিলগাঁও নতুনবাগ সোসাইটি এলাকায় বসবাসকরী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী মিম আক্তারের। এলাকার পাশেই ডোবা-নালা। সেটি মশার এক প্রজননক্ষেত্র। ফলে আশপাশের বাসাবাড়ি ও লোকসমাগমে বিকেল থেকেই শুরু হয় মশার উপদ্রব।

তিনি বলেন, প্রায় এক মাস ধরে রাতে মশার উপদ্রব বেড়েছে। বাসার পাশে ডোবা-নালা পরিষ্কার না করার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
রামপুরার বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, জানালা খুললে মশা হুড়হুড় করে রুমে ঢুকে যায়। একই অবস্থা হাতিরঝিল এলাকাতেও।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা সারওয়ার গণমাধ্যমকে বলেন, কীটনাশকের যা মজুত আছে তা দিয়ে সাত-আট মাস ভালোভাবে চলে যাবে। এটা শেষ হওয়ার আগেই আবার মজুত করা হবে।

হঠাৎ মশার উপদ্রব বাড়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, পানি কমে গেছে। তাই পানির ঘনত্ব বেড়ে নোংরা হয়েছে বেশি। কিউলেক্স মশা নোংরা পানিতে জন্মে। তাই এই সময় থেকে কিউলেক্স মশা বাড়ে।

মশার উপদ্রব শুরু হয়ে গেলেও এই কর্মকর্তা মনে করেন, গতবারের তুলনায় মশা এবার সহনশীল পর্যায়ে এবং অনেক কম।
দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির বলেন, আমার জানা মতে এই মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ছিল, এখনও আছে। তার পরেও যেসব এলাকা সমস্যাসংশ্লিষ্ট, সেখানকার কর্মকর্তা ও সুপারভাইজারকে বলছি জরুরি ব্যবস্থা নিতে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST