
বৃহস্পতিবার (৩ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের সময় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে দেখা গেল চিত্রনায়িকা পরীমনিকে। এ সময় তার সঙ্গে স্বামী স্বামী শরিফুল রাজ ও চিত্রনায়ক জিয়াউল রোশানকেও দেখা যায়।
তবে পরীমনি যে নিজের অভিনীত সিনেমা ‘মুখোশ’ এর প্রচারণরা অংশ হিসেবেই স্টেডিয়ামে গিয়েছেন সেটা তার পোষাকে স্পষ্ট বুঝা যায়। কেননা এ সময় পরীর পরনে রয়েছে সাদা পায়জামার সঙ্গে কালো রঙের টি-শার্ট। টি-শার্টে ছাপানো আছে ‘মুখোশ’ সিনেমার লোগো। এছাড়া মুখেও লাগিয়েছেন সিনেমার লোগো লাগানো মাস্ক। তার স্বামী রাজকে দেখা গেছে কালো জ্যাকেট ও প্যান্টের সঙ্গে টি-শার্টে। অন্যদিকে রোশানের পরনে দেখা যায় নীল রঙের টি-শার্ট। সেটিতেও ‘মুখোশ’ সিনেমার লোগো।
‘মুখোশ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও পরীমনি। শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী ৩৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। তবে তাকে দেখা যায়নি ক্রিকেট মাঠে।
এদিকে মুক্তির আগে গতকাল (২ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ‘মুখোশ’ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শো শেষে মোশাররফ করিম সাংবাদিকদের বলেন- গল্পটি ভালো, সে কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী।
এই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন ইব্রাহিম খালেদি চরিত্রে। সিনেমার মূল রহস্য তাকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রিমিয়ার শো’তে সেই অপেক্ষা শেষ করে গল্পের প্রশংসায় মেতেছিলেন আগত অতিথিরা। অভিনয়ে প্রশংসায় কুড়িয়েছেন খ্যাতিমান অভিনেতা আজাদ আবুল কালাম, মোশাররফ করিম, পরীমনি, ইরেশ জাকেরসহ অন্যরা।
আয়োজনে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী পরীমনি। নায়িকার ভাষ্য, আমার প্রতি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! আশা করছি এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে পরিচালক ইফতেখার শুভর লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটির অন্যতম প্রযোজকও পরিচালক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি