ভালুকায় মহাসড়কে অবৈধ অটোরিকশায় তীব্র যানজট
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
মার্চ ৩, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ যান ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন দাপটের সাথেই চলছে। এসব যানবাহন মহাসড়কে দাপিয়ে চললেও তা বন্ধের নেই কোন কার্যকরি উদ্যোগ। হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে উদ্যোগ নিলেও তা অভিযান চলাকালীন সময় পর্যন্ত বন্ধ থাকে। পথচারীদের পথ চলা কঠিন হয়ে উঠেছে। এতে হরহামেশাই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। সচেতন সমাজের দাবি ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে বিদ্যুতের অবৈধ ব্যবহারও বেড়ে গেছে। যার ফলে অবৈধ বিদ্যুত সংযোগের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। আবার এসব সংযোগ থেকে অগ্নিকান্ডের মতো ঘটনাও ঘটছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় ব্যাটারি চালিত অবৈধ রিকশা-অটোরিকশা ও ভ্যান মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে। সড়কে এসব রিকশা-অটোরিকশাগুলো জটলা করে মহাসড়ক দখলে রাখে। এতে ভালুকা বাসস্ট্যান্ড, সিডষ্টোর বাসস্ট্যান্ড ও মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ডে সব সময় যানজট লেগেই থাকে। পুলিশের সামনেই এসব তিন চাকার যান চলছে এবং দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করে। আর তাই যানবাহন ও পথচারীদের পথ চলতে অসুবিধার সম্মুখীন হতে হয়।

পথচারী সাইফুল ইসলাম জানান, এসব অবৈধ যান বাহনের জন্য রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে। মহাসড়ক সংযোগ থেকে পাঁচরাস্তা পর্যন্ত সব সময় যানজট লেগেই থাকে। যানজট নিরসনে পদক্ষেপ নেয়া দরকার। ব্যাটারি চালিত রিকশা চালক আব্দুর রাজ্জাক জানান, সকাল হলেই রিকশা নিয়ে বের হই। আমি অন্য কোন কাজ করতে পারি না। আমাকে রিকশা চালিয়ে সংসার চালাতে হয়। ব্যাটারি চালিত রিকশা মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পেটের তাগিদে তার বের হতে হয়।

ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মোঃ আলী হোসেন (পিপিএম) বলেন, অবৈধ সকল যানবাহনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। এসব যানবাহনের বিরুদ্ধে মটরযান আইনে মামলা দেয়া হচ্ছে। এসব যানবাহন বন্ধে সারাদেশে আমাদের মিটিং হয়েছে। খুব শীঘ্রই মাইকিং করে চালকদের সচেতন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST