
চাঁদপুরের কচুয়ায় তালাকের মাধ্যমে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তারই ছোট বোনকে ফুসলিয়ে ধর্ষণ করেছেন মফিজুল ইসলাম রিপন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যায় রাগদৈল গ্রাম থেকে সাচার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামদেবপুর এলাকার এক মেয়ের সঙ্গে একই উপজেলার রাগদৈল গ্রামের মফিজুল ইসলাম রিপনের বিয়ে হয়। বিয়ের পর তাদের বনিবনা না হওয়ায় সম্প্রতি বিচ্ছেদ হয়। পরে মফিজুল ইসলাম রিপন মোবাইলে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মেয়েটির ছোট বোনকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
সাচার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, মফিজুল ইসলামকে আসামি করে তার সাবেক স্ত্রী নারী ও শিশু দমন আইনে কচুয়া থানায় মামলা করেন। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি